মাধবপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবসের শোভাযাত্রা
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরের “সবার আগে সুশাসন, জনসেবা উদ্ভাব” প্রতি পাদ্য সামনে রেখে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে উপজেলা কনফারেন্স রুম এসে আলোচনা সভায় মিলিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর হাসান।
এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারি ভূমি কমিশন রাহাত বিন কুতুব, থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাএ এইচ এম ডাঃ ইশতিয়াক মামুন, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়,কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ও ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা,মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য ও হবিগঞ্জের জননী পত্রিকার স্টাফ রিপোর্টার সুজন রায়, সাংবাদিক নেতৃবৃন্দরা ও সুশীল সমাজের ও রাজনীতি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রমূখ।