চুনারুঘাটে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
জেলার চুনারুঘাটে মাদক মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুজন মিয়া (২৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৩ জুলাই ) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক জানান, শনিবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারী উপ- পরিদর্শক ইমরুল কায়েসের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার গনেশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন । গ্রেপ্তার সুজন গণেশপুর গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে । পুলিশ জানায়, ২০২১ সালের একটি মাদক মামলায় আদালত তাকে ৪ বছরের কারাদণ্ড প্রদান করেন। রায়ের আগে থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তার নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।