মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুদ্দুস মিয়া (২৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।নিহত কুদ্দুস মিয়া উপজেলার ধর্মঘর ইউনিয়নের শিবরামপুর গ্রামের মন্নাফ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলার শিবরামপুর গ্রামের নিজের বাড়ির মোটর পাম্প চালুর করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় কুদ্দুস মিয়াকে দ্রুত উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, ‘বিদ্যুৎস্পৃষ্টে কুদ্দুস মিয়ার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।