৭১ টিভিতে নিয়োগ পেলেন সুজাত

দৈনিকসিলেটডটকম
দেশের জনপ্রিয় সংবাদ ভিত্তিক টেলিভিশন “একাত্তর” টিভিতে সিলেট বিভাগের রিপোর্টার হিসিবে নিয়োগ পেয়েছেন হোসাইন আহমদ সুজাদ।
২০১৪ সালে যুক্তরাজ্য ভিত্তিক টেলিভিশন “চ্যানেল এস” এর মাধ্যমে সিলেটে টিভি সাংবাদিকতা শুরু করেন হোসাইন আহমদ সুজাদ। এর পর দীর্ঘ সাড়ে চার বছর কাজ করেছেন “আরটিভি” তে সব শেষ দেশ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে সিলেটে কর্মরত ছিলেন তিনি।