মাধবপুরে ইউসিবি ব্যাংকের উদ্যোগে কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন কর্মশালা
হবিগঞ্জের মাধবপুরের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি মাধবপুর শাখার উদ্যোগে কৃষি সমৃদ্ধিতে ইউসিবি এগো- সিএসআর প্রকল্প ২০২৩ইং এর ভরসার নতুন জানালা কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়নে সহযোগিতা কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৫জুলাই) সকাল সাড়ে ১১টায় ইউসিবি ব্যাংক পিএলসি মাধবপুর শাখার আয়োজনে ব্যবস্থাপক মুহিত রঞ্জন ভট্রাচার্য্য এর সভাপতিত্বে এ কর্মশালায় বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল,মাধবপুর উপজেলা প্রেস ক্লাবের সদস্য হামিদুর রহমান,মোঃ নাহিদ মিয়া শেখ জাহান রনি, কৃষি ও মৎস্য গবাদিপশুর খামারীরা হলেন লোকমান মিয়া,আনোয়ার হোসেন জাহাঙ্গীর,দুলাল মিয়া,আঃ মোতালিব প্রমুখ এসময় শতাধিক খামারিরা উপস্থিত ছিলেন।