চুনারুঘাটে গরুচুরির অভিযোগ:পাহাড়ি ও চা শ্রমিকদের মধ্যে আতঙ্ক

চুনারুঘাট প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাটে চানপুর, চন্ডীছড়া, চাকলাপুঞ্জি, সাতছড়ি এলাকায় শতাধিক গরুচুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানায়,রাতের আঁধারে অসহায় চা শ্রমিকদের ঘর থেকে প্রতিনিয়তই গরুগুলো চুরি হচ্ছে । জানা যায়, গত এক মাসে চুনারুঘাটের উল্লিখিত পাহাড়ী অঞ্চল সমূহ হতে গরু চুরি হচ্ছে। ভুক্তভোগীরা বলছেন,আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রাতে পাহাড়ি এলাকাগুলোতে তেমন একটা দেখা যায় না। আগে দেখা গেলেও টহল কার্যক্রম এখন নেই বললেই চলে। চুরি যাওয়া গরুর মালিক রামগঙ্গার বাসিন্দা মতিন্ড ভৌমিক বলেন, আমার গরু সহ ৫ টি গরু এক রাতে চুরি হয়েছে। আমি দুধ বিক্রি সহ আমি গরু বিক্রি করার ইচ্ছে করেছিলাম। আমি এখন কি করব, আইনশৃঙ্খলা বাহিনী কোন পদক্ষেপ নিচ্ছে না। সুশীল নামের একজন বলেন, আমার গরুও চুরি গেছে। আমি গরু বিক্রি করে মেয়ের বিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু বিপদ ঘটে গেলো। এ বিষয়ে জানতে চাইলে,সাতছড়ির হেডম্যান চিত্তরঞ্জন দেববর্মা বলেন, রাতের আঁধারে শতাধিক গরু চুরির ঘটনা ঘটেছে। এটি অত্যন্ত দুঃখজনক।একজন চা শ্রমিক বা পাহাড়ে কাজ করা শ্রমিক একটি গরু বিক্রি করে ছেলে মেয়ের বিয়ে দিয়ে থাকেন। দুধ বিক্রি করে থাকেন। অসহায় চা শ্রমিকদের গরুগুলো চুরি হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর কোন পদক্ষেপ লক্ষ্যণীয় নয়। এ বিষয়ে জানতে চাইলে দেওরগাছ ইউনিয়নের চেয়ারম্যান মুহিতুর রহমান রুমন ফরাজি বলেন, চোর ধরে সালিশ বিচার করা হয়েছে। আইনিভাবে কেউ লিখিত অভিযোগ না দেওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী হয়তো তাদের গ্রেফতার করেনি।