ইসরায়েলি সেনাদের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার নাবলুসের পার্শ্ববর্তী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। খবর- এএফপি
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, নাবলুসের পার্শ্ববর্তী এলাকায় তিনজন সশস্ত্র যুবক ইসরায়েলি সেনাদের ওপর গুলি চালান। পরে পাল্টা গুলি চালায় সেনারা। সেখান থেকে এম-১৬ রাইফেল, একটি বন্দুক, কার্তুজসহ সেনারা বেশ কিছু সামরিক অস্ত্র উদ্ধার করেছে।
ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ বিবৃতিতে বলেন, এই হত্যাকাণ্ড যুদ্ধাপরাধের শামিল। ইসরায়েলের অপরাধের কাছে আমাদের জনগণ নতজানু হবে না।
১৯৬৭ সালের ৬ দিনব্যাপী যুদ্ধে জয়লাভের পর থেকে পশ্চিম তীর ইসরায়েলের দখলে আছে। গত বছরের শুরু থেকে এ অঞ্চলে সংঘাত বেড়েছে। এএফপির তথ্যমতে, এ বছর ইসরায়েলি ও ফিলিস্তিনি সংঘর্ষে অন্তত ২০১ জন ফিলিস্তিনি ও ২৭ জন ইসরায়েলি, ১ জন ইউক্রেনীয় ও ১ জন ইতালীয় নাগরিক নিহত হয়েছেন।