এডিস মশার লার্ভার খোঁজে সিসিকের অভিযান
সিলেট মাহনগরীর বিভিন্ন স্থানে এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে। ব্যাপক প্রচারণা সত্ত্বেও নগরবাসী সচেতন হচ্চেন না। তাই অভিযান জরুরী হয়ে পড়েছে এবং সিসিক কর্তারা তা শুরুও করেছেন।
মঙ্গলবার তেমন এক অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে সিলেটে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। বিভিন্ন স্থানে মিলছে লার্ভা। গত ২৪ ঘন্টায় নতুন আরও ২৩ রোগী শনাক্ত হয়েছেন। সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও বাসা-বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ৭৮ জন ডেঙ্গুরোগী।
সিলেট মহানগরীতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে সিলেট সিটি করপোরেশন।
মঙ্গলবার সকাল থেকে একযোগে ৪টি ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করে। কয়েকটি জায়গায় এডিস মশার লার্ভা পাওয়ায় দায়ীদের মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে।
অভিযানে মহানগরীর ২৬ ও ২৭নং ওয়ার্ডের পাঠানপাড়া এলাকায় ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সিসিক’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত হুমায়ূন রশীদ চত্ত্বর থেকে ফেঞ্চুগঞ্জ রোডের পাঠানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৪টি প্রতিষ্ঠান এবং একটি নির্মাণাধীন বাড়িতে এডিশ মশার লার্ভা পাওয়া যায়। চারটি প্রতিষ্ঠানের সবগুলোই গাড়ির গ্যারেজ। জরিমানা করা হয়। আর বাড়ির মালিককে সতর্ক করা হয়েছে।
এছাড়া এসব লার্ভা ধ্বংসও করা হয়েছে।