সিলেটে বিক্ষোভ করতে চায় জামায়াত, এখনও অনুমতি পায়নি
সিলেটে দুই দফা উদ্যোগ নিয়ে সমাবেশ করতে না পারলেও এবার নগরে বিক্ষোভ মিছিল করতে চায় জামায়াতে ইসলামী। এরই মধ্যে অনুমতি চেয়ে মহানগর পুলিশ কমিশনার বরাবরে আবেদন করেছে দলটি।
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান চৌধুরীসহ দলের শীর্ষ নেতাদের মুক্তিসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৮ জুলাই) এ বিক্ষোভ মিছিল করতে চায় জামায়াত।
সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বুধবার (২৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিক্ষোভ মিছিলের অনমতি চেয়ে বিষয়ে সোমবার (২৪ জুলাই) সিলেট মহানগর পুলিশ কমিশনারের কাছে আবেদন করা হয়েছে। আমরা পুলিশ কমিশনারকে জানিয়েছি, দেশের প্রত্যেকটি রাজনৈতিক দল মাঠে। শুধু আমাদের মাঠে নামতে দেওয়া হচ্ছে না, এটা অগণতান্ত্রিক। আমরা মাঠে সর্বোচ্চ শান্তি-শৃঙ্খলা বজায় রেখে বিক্ষোভ করবো বলে পুলিশকে জানিয়েছি।’
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ বলেন, ‘জামায়াত বিক্ষোভ মিছিল করার জন্য একটি আবেদন করেছে। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তাদের কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে কি না, সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।’
এর আগে সিলেট রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করার জন্য দুই দফা পুলিশের কাছে লিখিত আবেদন করেও অনুমতি পায়নি সিলেট মহানগর জামায়াত। গত ১৫ ও ২১ জুলাই দুই দফা নগরের রেজিস্ট্রারি মাঠে বিভাগীয় সমাবেশ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। এজন্য অনুমতি চেয়ে পুলিশের কাছে লিখিত আবেদন করা হয়েছিল।
তবে পুলিশ অনুমতি না দেওয়ায় দলটি সমাবেশ করতে পারেনি। সমাবেশ করতে না পেরে তারা দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশের অনুমতি না দেওয়ায় ক্ষোভ ও নিন্দা জানিয়ে সরকারের কড়া সমালোচনা করে।
সূত্র:জাগোনিউজ