থিয়েটার সাস্টের রজতজয়ন্তী উৎসব শুরু

শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্য বিষয়ক সংগঠন থিয়েটার সাস্টের ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় কেক কেটে উৎসবের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা। এর আগে রজতজয়ন্তী উৎসবের নির্ধারিত টি-শার্ট উন্মোচন করেন অতিথিরা। তারপর ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিণ করে একটি শোভাযাত্রা পালন করা হয়। উদ্বোধনকালে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, থিয়েটার সাস্টের উপদেষ্টা অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায় ও সহকারী অধ্যাপক সঞ্জয় কৃষ্ণ। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির প্রাক্তন সভাপতি তন্ময় পালিত, সাধারণ সম্পাদক সাজু ভূঁইয়া, প্রতিষ্ঠাকালীন সদস্য কামরুজ্জামান তুপা, ইকবাল হোসেন, রজতজয়ন্তী উৎসবের আহ্কআ হাবিবা লাবনী শুভ্রা, থিয়েটার সাস্টের বর্তমান সভাপতি মেহেদী হাসান মিঠু, সাধারণ সম্পাদক সাকিবুল হাসান সজীব প্রমুখ। সংগঠনটির সদস্যরা জানান, চারদিনে তিনটি মঞ্চনাটক ও সংগঠনের প্রাক্তন-বর্তমান সদস্যদের পুনর্মিলনীর মাধ্যমে উৎসবটি উদযাপিত হবে। এর মধ্যে উৎসবের প্রথমদিন আজ বৃহস্পতিবার থিয়েটার সাস্টের মৌলিক নাটক ‘অভিনেতা’ মঞ্চায়ন করবেন বিশ্ববিদ্যালয়ের নাট্যকর্মীরা। শুক্রবার সংগঠনটির সাবেক বর্তমান সদস্যদের অংশগ্রহণে পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী শনিবার নাট্যদল ‘আরণ্যকের’ প্রযোজনায় মঞ্চায়িত হবে সাড়াজাগানো নাটক ‘কহে ফেসবুক’ ও শেষদিন রোববার ‘মণিপুরী থিয়েটার’ ও ‘হৃৎমঞ্চের’ যৌথ প্রযোজনায় ‘হ্যাপি ডেইজ’ নাটকটি মঞ্চায়নের কথা রয়েছে। সবগুলো নাটক নির্দিষ্ট দিনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সন্ধ্যা ৬টা থেকে মঞ্চায়ন শুরু হবে। উৎসবে টিকেট কেটে যেকোনো নাটকপ্রিয় দর্শকের মঞ্চনাটক উপভোগ করার সুযোগ রয়েছে