কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়
সিলেটের কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে লামাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সেরা খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করে তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলের হাবিল মিয়া। সেরা গোলদাতা নির্বাচিত হয় কলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলের হোছন আহমদ।
অপরদিকে একইদিনে অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টুকেরবাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লামাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সেরা খেলোয়াড নির্বাচিত হয় লামাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলের নয়ন্তি কন্দ জানি এবং সেরা গোলদাতা হয় একই দলের বিশাখা।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সুন্দাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল রায়ের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ রাসেল আহমেদ, তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ রায়, তৈমুরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, মাঝেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী প্রমুখ।
খেলা পরিচালনায় রেফারির দায়িত্বে ছিলেন সহকারী শিক্ষক সৈলেন চন্দ্র নাথ, নিজাম উদ্দিন, মাইনুল ইসলাম ও সফর আলী।