সিলেটে আদালত পাড়ায় সহকর্মীর ঘুষিতে রক্তাক্ত আইনজীবী
সিলেটের আদালত পাড়ায় দুই আইনজীবীর মধ্যে ধস্তাধস্তির খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে সিলেটের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বাইরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ছিনতাই মামলার চার্জ গঠনকে কেন্দ্র করে আদালতে এডভোকেট তাজ উদ্দিনের সাথে বিতর্কে জড়ান এডভোকেট শামসুজ্জামান জামান। আদালতের অভ্যন্তরে শুনানি শুরুর প্রাক্কালে এই দুই আইনজীবি বাদানুবাদে জড়ান। একপর্যায়ে দুজনের মধ্যে কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এজলাস থেকে বের হওয়ার পরে দুজনের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে। একপর্যায়ে ঘুষিতে এডভোকেট তাজ উদ্দিন নাক ফেটে রক্তাক্ত হন। তাকে অন্য সহকর্মীরা হাসপাতালে নিয়ে যান।
এ প্রসঙ্গে এডভোকেট তাজ উদ্দিন জানান, এজলাস কক্ষে বিচারকের সামনেই এডভোকেট শামসুজ্জামান আমাকে হুমকী দেন। এজলাস কক্ষ থেকে বেরুতেই বিবাদী পক্ষের আসামী ইসলাম আলী, আহমদ আলীগংসহ এডভোকেট জামান আমার উপর চড়াও হয়ে ক্রমাগত কিল ঘুষি দিয়ে আমাকে মাটিতে ফেলে দেন। তাজ উদ্দিন জানান, তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল থেকে ফিরে মামলা করবেন।
এ ব্যাপারে এডভোকেট শামসুজ্জামানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সিলেট জেলা আইনজীবী সমিতির একটি সূত্র জানায়, তারা উভয় আইনজীবীকে এক সপ্তাহের মধ্যে এ ঘটনার বিষয়ে তাদের বক্তব্য উপস্থাপন করতে নোটিশ দিয়েছেন।