নয়াসড়ক ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার মিডবার ফুটবল টুনামেন্টের উদ্বোধন

দৈনিকসিলেটডটকম
নয়াসড়ক ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে নয়াসড়ক মিডবার ফুটবল টুনামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান গত ২৮ জুন শুক্রবার বিকেলে নগরীর কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ক্লাব সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ মিলাদ আহমদ।
নয়াসড়ক ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি কামরুল হোসেন রাজিব এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মতিউর রহমান শিমুল ও সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন রুজেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা ডিকন নিঝুম সাংমা, নিজাম উদ্দিন, সিলেট জেলা ব্যাডমিন্টন ফেডারেশনের সহ সভাপতি জুনায়েদ আহমদ রাসেল, বিশিষ্ট মুরব্বি জালাল উদ্দিন, সংস্থার সিনিয়র সহ সভাপতি ইসমাইল হোসেন খোকন, আব্দুল মানিক সাঈদ, সুমন দাস, বরকত মিয়া, সঞ্জিত কর, মোঃ মুর্শেদ, জুয়েল আহমদ জুবেদ, আব্দুল্লাহ জিয়া, কল্লোল জ্যেতি, বিশ্বাস জয়, জাহেদ, তুহেল, আমির হোসেন রনি, জামিল হোসেন, মাহমুব মান্না, আমির হোসেন রাহাত, নাজির নাহাল, আরমান গাজী প্রমুখ।
উদ্বোধনী খেলায় সেভেন টাইগার নয়াসড়ক বনাম ক্লাব ফাইটার নয়াসড়কের মধ্যে অনুষ্ঠিত হয়। রেফারির দায়িত্ব পালন করেন মোহন আহমদ, সহকারী রাহি ও রুমেল।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট ক্লাব সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ মিলাদ আহমদ বলেন, খেলাধুলা শারীরিক ও মানষিক বিকাশ ঘটায়। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে ক্রীড়ামুখী করে সমাজের উন্নয়নমূলক কাজে লাগাতে হবে। তিনি বলেন, ফুটবল একটি ঐতিহ্যবাহী খেলা। খেলাধুলার মাধ্যমে যুবকরাই দেশের সুনাম অর্জন করছেন। তিনি মিডবার ফুটবল টুনামেন্টের আয়োজন করায় নয়াসড়ক ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।