শাবিতে ক্যাম্পাস বনায়ন কর্মসূচি শুরু
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। এতে বছরব্যাপী বনজ, ফলদ এবং ঔষধিসহ নানা জাতের ১৫ হাজার বৃক্ষ রোপণ করা হবে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে।
শনিবার(২৯ জুলাই) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে শ্বেতচন্দন ও হরতকি গাছ রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন উপাচার্য অধ্যাপক ফরিদ আহমেদ ও উপ-উপাচার্য অধ্যাপক কবির হোসেন।
এসময় এ সময় উপস্থিত ছিলেন-বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, স্কুল অব এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. স্বপন কুমার সরকার, প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী, আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. এম. জহিরুল ইসলাম, সৈয়দ মুজতবা আলী হলের প্রাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আবু সাঈদ আরেফিন খান, ভূসম্পত্তি রক্ষণাবেক্ষণ শাখার পরিচালক অধ্যাপক ড. রোমেল আহমেদ, পরিবহন প্রশাসক অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান প্রমুখ।
বৃক্ষরোপণ কর্মসূচি বিষয়ে স্টেট কর্মকর্তা এবং বন ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. রোমেল আহমেদ বলেন, সিলেট বন বিভাগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বন ও পরিবেশবিদ্যা বিভাগের যৌথ সহযোগিতায় এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে । এবছর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শ্বেতচন্দন, হরিতকি, আমলকী, বহেরা, অর্জুন, শাজনা, তেতুল, জাম, আম, কাঠাল, লিচুসহ বিভিন্ন বনজ, ফলদ ও ঔষধি গাছ লাগানোর জন্য পরিকল্পনা গ্রহন করা হয়। যতদিন বর্ষাকাল থাকবে ততদিন নিয়মিত বৃক্ষরোপন কর্মসূচি চলবে।