দৈনিকসিলেটের পরিচয়পত্র পেলেন সাংবাদিক জাহির মিয়া

দৈনিকসিলেট ডটকম :
সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সিলেটের চুনারুঘাট উপজেলা প্রতিনিধির পরিচয়পত্র সাংবাদিক আব্দুল জাহিরকে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) সিলেটের অনলাইন প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক সিলেটের প্রতিনিধি সম্মেলনে সাংবাদিক জাহিরকে পরিচয়পত্র তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
দৈনিক সিলেটের সম্পাদক আব্দুল মুহিত চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সিলেট বিভাগের সকল জেলা, উপজেলা প্রতিনিধিকে কার্ড হস্তান্তর করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন,বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সাংবাদিকদের কাজ। আমি আশাবাদী আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবেন।
এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক আব্দুল জাহির মিয়া বলেন, আমি দৈনিকসিলেটের প্রতিনিধি হিসেবে অনেক আগেই নিয়োগ পেয়েছিলাম। পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাকে পরিচয়পত্র তুলে দিয়েছেন। আপনারা জানেন, আমি ষড়যন্ত্র, জেল ও মামলার শিকার হয়েছি। সাংবাদিকতা ছাড়িনি, কখনো ছাড়বোও না। আমি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যাব।এ সময় তিনি দৈনিক সিলেট ডটকমের সম্পাদক মোহিত চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।