জামালগঞ্জে দারুস সুন্নাহ মাদানিয়া মাদ্রাসার নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন

মো. বায়েজীদ বিন ওয়াহিদ, জামালগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় দারুস সুন্নাহ মাদানিয়া মাদ্রাসার স্থায়ী ক্যাম্পাসের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মু আলতাফুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষা সচিব মাও মাছরুফ আহমেদের সঞ্চালনায় উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলার প্রবীণ আলেমে দ্বীন মাওলানা নূরুল ইসলাম খান।
এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এডভোকেট শাহীনূর পাশা, প্রবীণ আলেম শায়খ মাও সিদ্দিকুর রহমান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি রেজাউল করিম শামীম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আঃ মালেক মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ আবদুন নাসের।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাও. এখলাছুর রহমান, মাও আজিজুল হক, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান, সাবেক সভাপতি মো ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, অর্থ সম্পাদক মো. বায়েজীদ বিন ওয়াহিদ, দপ্তর সম্পাদক মহসিন কবিরসহ বিভিন্ন মাদ্রাসার প্রধানগন।