সুনামগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন
পেশাগত দায়িত্ব পালনকালে সুনামগঞ্জের আদালত প্রাঙ্গনে সাংবাদিক শহীদ নূর
আহমেদ’কে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছেন সহকর্মীবৃন্দ।
শনিবার ২৯ জুলাই দুপুরে জেলা শহরের আলফাত উদ্দিন স্কোয়ারে (ট্রাফিক পয়েন্ট) মানববন্ধন অনুষ্ঠিত হয়। আর টিভি ও দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি উদীয়মান তরুণ সাংবাদিক শহীদনূর আহমেদ সুনামগঞ্জ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক পদে রয়েছেন।
এর আগে গত ২৮ জুলাই শুক্রবার স্কুলছাত্রী রাজনা হত্যার সঙ্গে জড়িত রাজনার চাচাতো ভাই সালমান মিয়াকে গ্রেফতার করে আদালতে নিয়ে আসে শান্তিগঞ্জ থানা পুলিশ। আদালত প্রাঙ্গনে ভিডিও চিত্র ধারনকালে শহীদনূরের দিকে তেড়ে আসেন অভিযুক্ত সালমান। এসময় শহীদনূরকে প্রাণনাশের হুমকি দেন তিনি।
উল্লেখ্য, স্কুলছাত্রী রাজনা হত্যার পর থেকে সরেজমিন সংবাদ সংগ্রহ করে আসছিলেন এই সাংবাদিক। এরই প্রেক্ষিতে অভিযুক্ত সালমান মিয়া ক্ষুব্ধ হয়ে তাকে প্রাণনাশের হুমকি দেন।
স্হানীয় দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক বিজন সেন রায়, দৈনিক কালের কন্ঠ ও ৭১ টিভির জেলা প্রতিনিধি শামস শামীম, সুনামগঞ্জ প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শামছুল কাদির মিসবাহ, দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন শাহ, সিনিয়র সাংবাদিক হাবিবুল্লাহ হেলালী সহ অনেকে মানববন্ধনে বক্তব্য দেন। বক্তারা স্কুলছাত্রী রাজনা হত্যার সাথে জড়িত সালমান মিয়া’র দৃষ্টান্ত শাস্তির পাশাপাশি সাংবাদিক শহীদনূরকে হুমকির তদন্তের দাবি করেন।