মৌলভীবাজারে ৪ বছরের সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার
মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে জালাল মিয়া নামে ৪ বছরের সাজা ও পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৯ জুলাই) সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী এর সার্বিক দিকনির্দেশনায়, পুলিশ পরিদর্শক তদন্ত ও অপারেশন এর তত্ত্বাবধানে এসআই রতন কুমার হালদার, এএসআই মাহবুবুল আলম,এএসআই/ জাহাঙ্গীর ও কং/ নাসির সহসঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় মৌলভীবাজার সদর থানার নারায়নপাশা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
জালাল মিয়া মৌলভীবাজারের নারায়নপাশা গ্রামের উন্দা মিয়া ছেলে।
গ্রেফতারকৃত আসামি জালাল মিয়া জিআর-৮৪/২০১৮(সদর) সাজা পরোয়ানাভুক্ত ৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০০০/- অর্থদণ্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামী।
উল্লেখিত আসামি ২০১৮ সালে অএ থানায় কর্মরত থাকাকালীন সময় (সাবেক) বর্তমানে চট্টগ্রামে কর্মরত এ এস আই বিকাশ চন্দ্র দাস কে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে গুরুতর জখম করেছিলেন। পরবর্তীতে বিকাশকে ঢাকা সিএমএইচে উন্নত চিকিৎসা শেষে সুস্থ্য হন।
গ্রেফতারকৃত আসামীকে শনিবার ২৯ জুলাই ২০২৩ আদালতে প্রেরন করা হয়।