বড়লেখায় বাবরুল হোসেন আলম মানবিক ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি :
মৌলভীবাজারের বড়লেখায় দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে বাবরুল হোসেন আলম মানবিক ফাউন্ডেশনর আত্মপ্রকাশ হয়েছে। শনিবার রাতে দক্ষিণভাগ বাজারে স্থানীয় হলরুমে আমেরিকা প্রবাসী বাবরুল হোসেন আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণভাগ মোহাম্মদীয়া দারুল হাদিস টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাওছার আহমদ।
এসময় সর্বসম্মতিক্রমে আমেরিকা প্রবাসী বাবরুল হোসেন আলমকে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, খাইরুল ইসলামকে সভাপতি, ফয়সল রানাকে সাধারণ সম্পাদক ও মিজানুর রহমান মিজানকে অর্থ সম্পাদক করে ৩৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি বদরুল ইসলাম, আবেদ আহমদ, নাজমুল ইসলাম নাজু, শরিফ আহমদ ও আব্দুস শহিদ কুটই। যুগ্ম সাধারণ সম্পাদক সেজুল ইসলাম, আমজাদ হোসেন পাপলু ও শাহিনুর রহমান মুসন। অর্থ সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ-অর্থ সম্পাদক হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মুন্না ও আমির হামজা। প্রচার সম্পাদক ফয়ছল মাহমুদ, সহপ্রচার সম্পাদক রেদওয়ান আহমদ রুমেল, সমাজকল্যাণ সম্পাদক সুজান আহমদ, সহ-সমাজকল্যাণ সম্পাদক আফতাব আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ফয়ছল আহমদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ছাদ উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক এম সাইফুর রহমান, দপ্তর সম্পাদক খালিক আহমদ, সহ-দপ্তর সম্পাদক জুবের আহমদ প্রমুখ।