সাচনা বাজার আইএফআইসি ব্যাংকের উপশাখার উদ্ধোধন
সুনামগঞ্জের জামালগঞ্জে ঐতিহ্যবাহী বাণিজ্য কেন্দ্র সাচনা বাজার আইএফআইসি ব্যাংকের উপশাখার উদ্ধোধন করা হয়েছে।রোববার সকালে সিএন্ডবি রোডের আব্দুর রহিম ভবণে উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাঞ্চ ম্যানেজার মো. নাজমূল হোসাইন খান।
মো. সাইদুর রহিম অর্নব’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম শামীম।বিশেষ অতিথি ছিলেন-সাচনাবাজার ইউপি চেয়ারম্যান মো. মাসুক মিয়া, উপজেলা আ.লীগের যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার শহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন-লিপি ডিপার্টমেন্টাল ষ্টোরের মালিক আলাউদ্দিন আলাই মিয়া, ভবন মালিক আব্দুর রহিম, সাদিয়া অটো রাইস-মিলের মালিক মো. মিছির আলী, ব্যবসায়ী নূর মিয়া প্রমূখ।