মধ্যনগরে গনসংযোগ ও ধর্মীয় প্রতিষ্ঠানে এমপি প্রার্থী সেলিমের অনুদান

মেহেদী হাসান ভূঁইয়া তাহিরপুর :
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ) এমপি প্রার্থী মোঃ সেলিম আহমদ ও তার সমর্থকরা দীর্ঘদিন যাবত মাঠে কাজ করে যাচ্ছেন।
রবিবার (৩০ জুলাই) সেলিম আহমদ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার হাওর পাড়ের গ্রামে গ্রামে প্রধানমন্ত্রীর উন্নয়নের বার্তা নিয়ে, গণসংযোগ, শান্তি সমাবেশ,ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা পরিদর্শন করে কোমলমতি শিক্ষার্থীদের সাথে কৌশল বিনিময় করেন।
এসময় মসজিদ ও মদ্রাসার উন্নয়ন কাজের জন্য তার ব্যক্তিগত তহবিল থেকে ১লক্ষ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
সুনামগঞ্জ-১ আসনের ৪টি উপজেলার প্রতিটি গ্রামের মানুষের সাথে সমন্বয়ের মাধ্যমে শান্তি সমাবেশ করে প্রধানমন্ত্রী উন্নয়ন বার্তার চিত্র লিফলেট পৌঁছে দিয়ে নৌকার জন্য ভোট প্রার্থনা করে শেখ হাসিনাকে পূণরায় ক্ষমতায় রাখার আহ্বান জানাচ্ছেন এমপি প্রার্থী সেলিম আহমেদ ও তার অনুসারীরা।
মধ্যনগর উপজেলার কৃতি সন্তান মরহুম জননেতা আওয়াল সাহেবের কবর জিয়ারত শেষে,দুগনই গ্রামের মসজিদ ও মাদ্রাসা পরিদর্শন করে উন্নয়ণ কাজের জন্য দুটি মসজিদ ও ১টি মাদ্রাসায় নগদ দেড় লক্ষ টাকা অনুদান দেন মোঃ সেলিম আহমদ।
মধ্যনগর সদর ইউনিয়নের মাছুয়াকান্দা গ্রামে মসজিদ নির্মান কাজের জন্য নগদ ৫০হাজার টাকা ও মধ্যনগর উপজেলার চামরদানি ইউনিয়নের দুগনই গ্রামের মসজিদ নির্মান কাজের জন্য নগদ ৫০ হাজার টাকা ও মাদ্রাসা উন্নয়ন কাজের জন্য নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
পরে তিনি কয়েকটি গ্রামের মুরব্বি ও যুবসমাজের সাথে গনসংযোগ ও প্রধানমন্ত্রীর উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রীর শান্তি সমাবেশ করেন।
এসময় তার সঙ্গে উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগসহ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরাও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।