লিডিং ইউনিভার্সিটির ট্যুরিজম এন্ড হস্পিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বৃক্ষরোপণ

দৈনিকসিলেটডটকম
প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবুজে সবুজে সাজিয়ে তোলতে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাসে চলমান বৃক্ষরোপণ অভিযান ২০২৩ এর ধারাবাহিকতায় বৃক্ষরোপণ করেছে ট্যুরিজম এন্ড হস্পিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ। লিডিং ইউনিভার্সিটির ট্যুরিস্ট ক্লাবের উদ্যোগে রোববার (৩০ জুলাই ২০২৩) ‘Tree Plantation, Campus Cleaning and Dustbin Distribution 2023’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান, ট্যুরিস্ট ক্লাবের উপদেষ্টা মো. আব্দুল হালিম, বিভিন্ন অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং শিক্ষক -শিক্ষার্থীবৃন্দ।