রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল সিলেট ডায়াবেটিক হাসপাতালে মেডিকেল বেড প্রদান
রোটারি ডিস্ট্রিক্ট-৩২৮২ এর গর্ভনর প্রকৌশলী মো মতিউর রহমান বলেছেন, রোটারি ক্লাবের লক্ষ্য হচ্ছে মানুষকে সার্ভিস দেওয়া। এ সার্ভিসের মাধ্যমে মানবতার কল্যাণ সাধিত হয়। রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল সেই কাজটিই করে যাচ্ছে নিরলসভাবে।
রোটারি পুরো বিশ্বে মানবকল্যাণে বিস্ময়কর ভূমিকা রেখে চলেছে। মানুষের মৌলিক নিশ্চিত করার জন্য রোটারি প্রতিবছরই বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে থাকে।
গত শনিবার সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালে রোগীদের জন্য উন্নতমানের মেডিকেল বেড প্র্রান করে আর্থ-মানবতার কল্যাণে কাজ করার দৃষ্টান্ত স্থাপন করলো সিলেটের অতি প্রাচীনতম ক্লাব সিলেট সেন্ট্রাল। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট ফাস্ট লেডি পিপি সামিনা ইসলাম, এরিয়া ডাইরেক্টর পিপি সামসুল হক দিপু, রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের প্রেসিডেন্ট আফসার উদ্দিন আহমদ চৌধুরী পিএইচএফ, জেলা বারের সাবেক সভাপতি ও ডায়াবেটিক হাসপাতালের পরিচালক এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন, পিপি সিদ্দিকুর রহমান পিএইচএফ, পিপি হুমায়ুন ইসলাম কামাল আরএফএসএম, পিপি জিয়াউল হক এমপিএইচএফ, পিপি নজরুল ইসলাম ইসলাম পিএইচএফ, পিপি আব্দুল মুকিত আরএফএসএম, পিপি এম এ রহিম আরএফএসএম, পিপি ড. এম শহিদুল ইসলাম এডভোকেট, রোটা. আহমেদ রশীদ চৌধুরী, সিলেট সুরমার পিপি রশিরুল হক, ইমপেরিয়াল ক্লাবের প্রেসিডেন্ট তাহমিনা হাসান, ক্লাব ট্রেজারার ইমদাদ হোসেন আরএফএসএম, জুবায়ের আহমদ আরএফএসএম প্রমুখ।