কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগে নতুন মুখ
দীর্ঘ প্রায় অর্ধযুগ পর বহুল কাঙ্খিত বাংলাদেশ ছাত্রলীগ কোম্পানীগঞ্জ উপজেলার শাখা কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে মো. ওমর আলীকে সভাপতি ও শাহ আলম স্বাধীনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) রাতে সিলেট জেলা ছাত্রলীগ এই ঘোষণা দেয়।
ইতিপূর্বে ২০১৭ সালের ৩১ জানুয়ারী মোঃ এখলাছুর রহমানকে সভাপতি ও ফারুকুজ্জামান রানাকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য ৩৭ সদস্যবিশিষ্ট এক অপূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছিলেন তৎকালীন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী। প্রায় দীর্ঘ অর্ধযুগ পরে নতুন নেতৃত্বের মুখ দেখলো কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ৷
আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ৫৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে ।
সিলেট জেলা ছাত্রলীগের অফিশিয়াল প্যাডে সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন হয়।
এতে ১৮ জনকে সহ-সভাপতি, ৯ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ৯ জনকে সাংগঠনিক সম্পাদক করে ৫৫ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করেন।
এ বিষয়ে নবগঠিত কমিটির সভাপতি মো. ওমর আলী নতুন কমিটি গঠনের জন্য প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জননেতা ইমরান আহমদ এমপি ও জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘দীর্ঘ কয়েকবছর পরে নতুন নেতৃত্ব এসেছে। কোম্পানীগঞ্জ ছাত্রলীগকে আরো সুসংগঠিত করার লক্ষে কাজ করে যাবো। অতীতের ধারাবাহিকতায় ছাত্রলীগের সুনাম অক্ষুণ্ণ রেখে সংগঠনকে এগিয়ে নিতে সর্বাত্মক কাজ করে যাবো । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার ভিশন ও মিশন বাস্তবায়ন করতে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সকল নেতৃবৃন্দদের নিয়ে প্রাণান্ত কাজ করব ইনশাআল্লাহ।’
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন বলেন ‘ছাত্রলীগের সুনাম ও ঐতিহ্য বজায় রেখে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে কাজ করে যাবো’।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন সহ-সভাপতি আহমেদ রেজা রুবেল, সুরঞ্জিত সরকার, জুনাইদ ইভান, সুজন সরকার, হেলাল মোহাম্মদ, শরিফ উদ্দীন, এজাজ রানা, আনোয়ার হোসেন সেলিম, বাবলু চন্দ, জাবের আহমদ, ফখরুল ইসলাম, মিশু দাস, বিশ্বয় রায় সোহাগ, ইকবাল হোসাইন, পারভেজ হাসান, আমিনুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক শনু বিশ্বাস, মোঃ শাহীন আহমদ, ইসফার ইসলাম রাহাত, হাবিবুর রহমান হাবিব, এনামুল হক রুহুল, মোঃ মোজাহিদুল ইসলাম, লুতফুর রহমান, আবু আল ছামি, ফয়েজ আহমেদ ফুহাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুনুর রশীদ রাসেল, এবাদুর রহমান সুমন, নাদিব হাসান আরমান, কবির আহমদ শিপু, রায়হান মাহমুদ, জাকারিয়া ইসলাম শিমুল, রায়হানুল হক শিহাব, আদনান সামি, হাবিবুর রহমান, প্রচার সম্পাদক নুর মোহাম্মদ, উপ-প্রচার সম্পাদক মোঃ এখলাস, দপ্তর সম্পাদক একরাম হোসেন, উপ-দপ্তর সম্পাদক সবুজ শর্মা, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আবু হুসাইন মোহাম্মদ পুষ্প, উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আবু সুফিয়ান, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক লুকমান হোসেন সায়মন, উপ শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আহসান হাবিব পলাশ, সহ সম্পাদক সেলিম উদ্দিন, লব চন্দ্র দাস, আলেক মাহমুদ রায়হান, আনাসুর রহমান আনাস, ইমরানুল হাসান আরমান, সদস্য সাকিব হাসান, মোহাম্মদ আকাশ, বিল্লাল হোসেন, মহীউদ্দীন আল মামুন