বায়তুল মোকাররমে হচ্ছে না জামায়াতের সমাবেশ
পুলিশের অনুমতি না পাওয়ায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আজ মঙ্গলবার কর্মসূচি করছে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। পরবর্তী কর্মসূচি আবার ঘোষণা করবে বলে জানিয়েছেন দলটির গুরুত্বপূর্ণ একজন নেতা।
এর আগে সমাবেশের অনুমতি চেয়ে গত ২৫ জুলাই ইমেইলে ডিএমপিতে চিঠি দেয় জামায়াত। ওইদিন বিকেলে জামায়াতের একটি প্রতিনিধিদল ডিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের অনুমতি চায়।
কিন্তু জামায়াতে ইসলামীকে ১ আগস্ট সমাবেশ করার জন্য অনুমতি দেওয়া হয়নি বলে গতকাল সোমবার বিকেলে জানান ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার হায়াতুল ইসলাম।
তিনি বলেন, ‘জামায়াতকে মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। আগস্ট মাস জাতীয় শোকের মাস। শোকের মাসের প্রথম দিনে জামায়াতকে সমাবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না।’
এ সময় সিদ্ধান্ত উপেক্ষা করে সমাবেশ বা জড়ো হওয়ার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার হায়াতুল ইসলাম।
সূত্র:আমাদেরসময়