আগস্টের প্রথম প্রহরে শাবি ছাত্রলীগের একাংশের আলোক প্রজ্বলন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখার ছাত্রলীগের একাংশের শোকের মাস আগষ্টের স্মরণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আলোক প্রজ্জ্বলন ও শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করেন তারা। সোমবার(৩১ জুলাই) দিবাগত রাত ১২ টা ১ মিনিটে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের নেতৃবৃন্দ এই শ্রদ্ধা নিবেদন করেন। এসময় ইংরেজি বিভাগের ছাত্রলীগে সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সীমান্ত, লাইফ সাইন্স অনুষদের ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোস্তাফিজ মামুন এবং ছাত্রলীগ নেতা মো: আসিফুর রহমান ও কাজী মোহাইমিনুল বাধনসহ ছাত্রলীগের অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন। এতে আজিজুল ইসলাম সীমান্ত বলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের সকল ইউনিটের জন্য পুরো আগস্ট মাসের কর্মসূচী প্রকাশ করা হয়।
তারই ধারাবাহিকতায় বাঙালির চিরতম শোকের মাস আগষ্টের স্মরণে গতকাল প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আলোক প্রজ্জ্বলন ও শ্রদ্ধা নিবেদন করে শাবিপ্রবি ছাত্রলীগ। এছাড়া, পুরো আগস্ট মাসে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক নানা রকম কর্মসূচী পালন করতে যাচ্ছে শাখা ছাত্রলীগ বলে জানান তিনি। প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট রাতে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়। এছাড়া ২০০৪ সালে ২১ আগস্ট বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার অকুতোভয় সারথি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপর বর্বরোচিত গ্রেনেড হামলা করা হয়।