দক্ষিণ সুরমায় শোকের মাস আগষ্ট পালনের প্রস্তুতি সভা
দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শোকের মাস আগষ্ট পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সুত্রধর।
সভায় ৫ আগষ্ট জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী, ৮ আগষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী ও ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুদ্দোহা পিপিএম, পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম মুনতানসীর মজুমদার, দক্ষিণ সুরমা ফায়ার ষ্টেশনের মোঃ জসীম উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, রেবতী রমন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তি সেন সামন্ত সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।