শাবিতে শুদ্ধাচার সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে শুদ্ধাচার সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২ আগস্ট) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি-এপিএ কমিটি এ সভার আয়োজন করেন। এতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার(ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান সভাপতিত্বে এবং উপ-রেজিস্টার আ ফ ম মিফতাহুল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, আপনারা সকল কাজ যথাযথ সময়ে সম্পূর্ণ করার চেষ্টা করবেন। কারণ কোন কাজের প্রতি সামান্য অবহেলা করলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকান্ডে স্থবিরতা দেখা দেয়। দিনশেষে সকলে নিজের উপর অর্পিত দায়িত্বের কাজকর্মের আত্মসমালোচনা করবেন। এতে কাজের গতিশীলতা বাড়বে।