শাবিতে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে উন্মুক্ত বিসিএস সেমিনার ৪ আগস্ট
শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয়ের অন্যতম ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘ সাস্ট ক্যারিয়ার ক্লাব’র উদ্যোগে বিসিএস কারনিভাল নামে উন্মুক্ত বিসিএস সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেটির সৌজন্যে থাকছেন উত্তরণ কোচিং সেন্টার। শুক্রবার(৪ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে প্রধান বিক্তা হিসেবে থাকবেন ৩৮ তম বিসিএসের মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্সের সহকারী সচিব সৌরভ দাস গুপ্ত বিজয়। এতে সিলেটের অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবেন। সেমিনারের আগেরদিন ৩ আগস্ট বিকেল সাড়ে ৫ টায় ক্যাম্পাসে প্রিলিমিনারে আদলে ২০০ মার্কের একটি ফাইনাল মডেল টেস্ট অনুষ্ঠিত হবে। এতে সেরা তিনজনের জন্য রয়েছে যথাক্রমে একটি ট্যাব, বিসিএসের ফুল কোর্সের বই এবং বিসিএসেএ যেকোনো একটি কোর্সের ফুল সেট বই।