শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউপির বারলারিয়া গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২ আগষ্ট) দুপুর ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশু রিহান মিয়া (৩) উপজেলার নূরপুর ইউপির ৪নং ওয়ার্ডের বারলারিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।
জানা যায়, শিশু রিহানের মা যখন ঘরের কাজে ব্যস্ত ছিলেন, এসময় সে বাইরে খেলছিল। কিছুক্ষন পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা।অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে ডোবায় শিশু রিহান মিয়াকে ভাসতে দেখেন।পরে তাকে উদ্ধার হাসপাতালে নেয়া হলে কর্ত্যব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল।
শিশু রিহানের মৃত্যুতে এলাকায় শোকর ছায়া নেমে এসেছে।