তারেক-জোবায়দার রায়ের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
দুদকের দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে সিলেট নগরীতে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
বিএনপি নেতারা দুদকের দায়ের করা মামলাটি মিথ্যা আখ্যায়িত করে আদালত ঘোষিত সাজা সরকারের একটি ফরমায়েশি রায় বলে দাবি করেন। তারা অবিলম্বে এ মামলা প্রত্যাহার ও রায় বাতিলের দাবি জানান।
বুধবার বিকালে রায় ঘোষণার পরপরই নগরীর কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে জিন্দাবাজার হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অংশ নেন- বিএনপির কেন্দ্রীয় সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, বিএনপি নেতা অ্যাডভোকেট আশিক আহমদ, ইকবাল বাহার, সৈয়দ সোহেল আহমদ, সাফেক মাহবুব, নজিবুর রহমান নজিব, রেজাউল করিম নাচন, আনোয়ার হোসেন মানিক, আল আসলাম মোমিন, শাকিল মুর্শেদ প্রমুখ।