জৈন্তাপুরে ভারতীয় ৫০ বস্তা চিনিসহ আটক ১

জৈন্তাপুর প্রতিনিধি :
জৈন্তাপুর মডেল থানা পুলিশর এক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ৫০ বস্তা চিনি সহ একটি ডিআই গাড়ি ও ১ জন আটক করেছে। গত ২ আগস্ট বুধবার ভোর রাতে গোপন সংবাদ পেয়ে উপজেলা সদর এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় ৫০ বস্তা চিনি জব্ধ করা হয়। এসময় একটি ডি আই গাড়ি সহ শামামী আহমদ (২২) নামে ১জন আটক করা হয়েছে।
শামীম আহমদ উপজেলার (হরিপুর) লামা শ্যামপুর গ্রামের হোছন মিয়ার পুত্র বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক জানান, পুলিশ সুপার মহোদয়ের দিক-নিদের্শনায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশ,নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ডাকাতি, চুরি, চোরাই পন্য উদ্ধার, চোরাচালান রোধে অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারে জৈন্তাপুর থানা পুলিশ ফোর্স গুরুত্ব সহকারে মাঠে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ব্যবসা বন্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত রয়েছে।