কোম্পানীগঞ্জে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নিজবসত ঘর থেকে ছালেখা বেগম (৫২) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের বালুচর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ছালেখা বেগম বালুচর গ্রামের আব্দুর রউফের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে ছালেখা বেগমের প্রতিবেশীরা তার ঘরের দরজা খোলা দেখে সেখানে গিয়ে ঘরের ভেতর ছালেখার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখেন।পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়।
এ প্রতিবেদন লেখার সময় ঘটনাস্থলে থানা পুলিশ ছাড়াও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশন (পিবিআই) কর্মকর্তারা তদন্ত করছিলেন।
পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়। তিনি বলেন, ‘ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। কিভাবে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তা উদঘাটনে তদন্ত করছে পুলিশ।’