যাদুকাটা নদীতে নৌকা ডুবে শ্রমিকের মৃত্যু

তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর দিয়ে ভারত সীমান্তের গুমাঘাট এলাকা থেকে পাথর আনতে গিয়ে নৌকা ডুবে আবুল হাসেম (৩৫) নামের এক বারকী শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) ভোরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীতে ঘটনাটি ঘটে।
নিহত শ্রমিক আবুল হোসেন উপজেলার বাদাঘাট ইউনিয়নের সাহিদাবাদ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
ডুবে যাওয়া বারকী নৌকায় থাকা শ্রমিক আজিজুল ইসলাম জানান, ভোরে ভারতের গুমাঘাট এলাকা থেকে আবুল হোসেনসহ ৩ জন পাথর শ্রমিক একটি বারকী নৌকায় পাথর বোঝাই করে লাউড়েরগড় এলাকায় আসার সময় প্রবল বাতাসের সঙ্গে খুব বৃষ্টি হচ্ছিল।একপর্যায়ে বারকি নৌকাটি ডুবে গেলে আমরা দুইজন সাঁতরে তীরে উঠলেও আবুল হাসেম পানিতে তলিয়ে যায়।পরে স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়।
বিজিবি বলছেন, বাংলাদেশের অংশে যেখানে সবাই কাজ করে, সেখানেই পাথর বোঝাই এক বারকি নৌকায় তিনজন শ্রমিক একটি ছিল। এ সময় নৌকাটি পানিতে ডুবে গেলে তাদের মধ্যে সাঁতার না জানার কারণে এক শ্রমিক পানিতে ডুবে মারা যান।
লাইড়েরগড় বিজিবি ক্যাম্প কমান্ডার নায়ক সুবেদার খন্দকার রায়হান এর সত্যতা নিশ্চিত করে বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তের জিরো পয়েন্ট থেকে বাংলাদেশ অংশের ৪’শ গজ অভ্যন্তরে বাংলাদেশ অংশে এ দুর্ঘটনা ঘটেছে। ভারতের ভিতরে থেকে পাথর আনতে গিয়ে নয়।