বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র শ্রদ্ধা নিবেদন
দৈনিকসিলেটডটকম
আগস্ট মানেই শোকের মাস, বেদনার মাস। ১৯৭৫ সালের এই মাসের ১৫ তারিখে বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়েছিল। সেই শোককে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে এই শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগর শাখার সভাপতি দেওয়ান মুরাদ হাসান, সাধারণ সম্পাদক মো. সুজন মিয়া, সহ সভাপতি মো. জগলু হোসেন, শেখ নিয়ামতুল বারী জুবায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ শাহরুখ অয়ন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, সহ সাংগঠনিক সম্পাদক সাকলাইন দেওয়ান রুজেল, মুহিবুর রহমান মুহিব, মির্জা আব্দুল হামিদ, অর্থ সম্পাদক ডা. আশিক আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান আহমেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দেওয়ান আল মামুন খসরু, মুক্তিযোদ্ধার স্মৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক শুবাশ চন্দ্র দেব নাথ, মিক্ষা ও পাঠাগার ও মিলনায়তন সম্পাদক মোছা. মিনারা বেগম, সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ মিলাদ আহমেদ, দপ্তর সম্পাদক সুহেল আহমেদ প্রমুখ।