তাহিরপুরের রাঙ্গামাটিয়া হাওর থেকে লাশ উদ্ধার
প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৩, ৬:৩০ অপরাহ্ণ
প্রিন্ট করুন
তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রাঙ্গামাটিয়া হাওর থেকে নিতিন্দ্র বর্মন (৫৫)এর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের মৃত পরমেশ্বর বর্মনের ছেলে।
বুধবার(০২আগষ্ট)রাতে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের রাঙ্গামাটিয়া হাওর ঘটনাটি ঘটে। পুলিশ জানায়,ইন্দ্রপুর গ্রামের সামনে রাঙ্গামাটিয়া হাওর দিয়ে ছোট নৌকা যোগে মাটি নিয়ে আসার সময় নৌকা ডুবে নিখোঁজ হয় নিতিন্দ্র বর্মন (৫৫)। পরে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ন’য়টায় লাশ হাওরের পানিতে ভেসে উঠে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার হোসেন জানান,এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।
ডিএস/আরএ