আগামী ১০ দিন সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে চলতি মাসে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, আজ শুক্রবার থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগসহ সারা দেশেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। আগামী ১০ দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। তবে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময়ে কখনও কখনও একটু রোদের দেখা মিলবে, থেমে থেমে বৃষ্টিপাতও হবে।
তিনি আরও বলেন, কয়েক দিন ধরে তাপপ্রবাহ ছিল। দুদিনের বৃষ্টিতে তাপমাত্রা কমে গিয়ে বর্তমানে দেশের কোথাও তাপপ্রবাহ নেই। তবে তাপমাত্রা ৩০-৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আগস্ট মাসে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও তাপমাত্রা ৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। তবে বাতাসে যেহেতু জলীয় বাষ্পের পরিমাণ ৭০-১০০ শতাংশের মধ্যে ওঠানামা করছে, সে কারণে তাপমাত্রা যাই রেকর্ড হোক না কেন এই জলীয়বাষ্পের আধিক্যের কারণে ঘাম নির্গমন বাধাগ্রস্ত হবে সেজন্য গরমের অনুভূতির তীব্রতা থাকতে পারে।
এদিকে আজ আবহাওয়া অধিদপ্তরের সামুদ্রিক সতর্ক বার্তায় জানানো হয়, ভারতের পশ্চিমবঙ্গ-বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানকারী নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। তবে নিম্নচাপটি দুর্বল হলেও বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোর জন্য এখনও শঙ্কা কাটেনি। সে কারণে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।