জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেটে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ অনুশীলন ও মুক্তিযুদ্ধ পাঠাগার সিলেটের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জালালাবাদ লিভার ট্রাস্টের সহযোগিতায় শুক্রবার, ৪ আগস্ট বিকেলে মহানগরীর শারদা স্মৃতি ভবন প্রাঙ্গণে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের মহড়া কক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা চলাকালে তা পরিদর্শন করেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সহসভাপতি বিভাস শ্যাম যাদন সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত ও নাট্য সংগঠক হুমায়ুন কবির জুয়েল সহ অন্যরা।
প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মুক্তিযুদ্ধ অনুশীলন সিলেটের নির্বাহী পরিচালক সাংবাদিক ও মুক্তিযুদ্ধ গবেষক আল আজাদ, মুক্তিযুদ্ধ পাঠাগার সিলেটের সভাপতি লেখক শেখ নূরুল ইসলাম, সহসভাপাতি মাহবুবুল আলম মিলন, যুগ্মসাধারণ সম্পাদক সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া ও প্রচার সম্পাদক সাংবাদিক হেনা মমো।