কোম্পানীগঞ্জে ছালেখা হত্যা মামলা দায়ের: আটক ২
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বালুচর গ্রামের ছালেখা বেগম হত্যার ঘটনায় ৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর ২ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- বালুচর গ্রামের রাকিব আলীর ছেলে এমরান আহমদ (২০) ও একই এলাকার মতলব উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (২৩)।
বৃহস্পতিবার দিবাগত রাতে মামলাটি দায়ের করেন নিহতের মেয়ে তাসলিমা বেগম।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় জানান, নিহত ছালেখা বেগমের মেয়ে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। শুক্রবার রাতে অভিযান চালিয়ে ২ জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ১জন পলাতক আছে। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য যে, বুধবার দিবাগত রাতে বালুচর গ্রামে নিজ ঘরে হত্যার শিকার হন ছালেখা বেগম। স্থানীয়রা জানান, ছালেখা কোম্পানীগঞ্জ উপজেলার বতুমারা গ্রামের মৃত আব্দুল মনাফের মেয়ে। ছালেখার স্বামী আব্দুর রউফ প্রায় দেড় বছর আগে আরেকটি বিয়ে করে অন্যত্র চলে গেছেন। এরপর থেকে তিনি নিজ ঘরে একা থাকতেন। গ্রামের লোকজন ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সকালে প্রতিবেশীরা তার ঘরের মেঝেতে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে ছালেখার রক্তাক্ত লাশ উদ্ধার করে। নিহতের ভাই আব্দুল খালিক জানান, খবর পেয়ে বতুমারা থেকে এসে দেখি মেঝেতে লাশ পড়ে রয়েছে। ছালেখার দুই ছেলে ও চার মেয়ে। বড় ছেলে আব্দুস সামাদ (২৫) ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করে। ছোট ছেলে মুস্তাকিম (১৪) সিলেটের কুমারপাড়ার একটি বাসায় কাজ করে। বড় মেয়ে কুটিলা বেগমের বিয়ে হয়েছে চট্টগ্রামে। অন্য তিন মেয়ে নাছিমা, মাছুমা ও তাসলিমা ঢাকা শহরের বিভিন্ন বাসা-বাড়িতে কাজ করেন। মায়ের মৃত্যুর খবর শুনে সবাই আসে এবং থানায় মামলা দায়ের করেন।