ভারত থেকে চোরাইপথে কয়লা আনতে গিয়ে কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) অধীন লাকমা সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাই পথে কয়লা আনতে গিয়ে পাথর চাপায় আকতার হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (৫ আগস্ট) ভোরে লাকমা সীমান্তের ভারতের মেঘালয় রাজ্যের চাঙ্গের ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্হানীয়রা বলছেন, চাঙ্গের ছড়া কয়লার গুহা থেকে কয়লা আনতে গিয়ে পাথর চাপায় তার মৃত্যু হয়।আকতার হোসেন উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লাকমা গ্রামের (পূর্বপাড়) আব্দুন নুরের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, শনিবার ভোরে লাকমা গ্রামের আকতার হোসেনসহ ১৫ থেকে ২০ জন শ্রমিক চোরাই পথে ভারতের মেঘালয় রাজ্যের চাঙ্গেরছড়া এলাকার গুহা থেকে কয়লা আনতে যায়। কয়লা সংগ্রহের সময় পাথরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় আকতার হোসেন। পরে তার সঙ্গে থাকা অন্যরা পাথর সরিয়ে দুপুরে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। লাকমা গ্রামের ইউপি সদস্য শাফিল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার বিষয়ে জানতে সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর পরিচালক মাহবুবুর রহমান এর মোবাইল ফোনে একাধিকবার কল করলেও রিসিভ না করায় বক্তব্য জানা যায়নি।