মাধবপুরে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

মোঃ নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদ স্থাপতি অস্থায়ী মঞ্চে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিতুলন্নেছার মুজিব এর জ্যেষ্ঠ পুত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ক্রীড়া ও সাংস্কৃতি সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা প্রশাসন ও থানার পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ,উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
শনিবার (৫ আগস্ট) সকাল ১১টায় দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জেষ্ঠ্য পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক শহীদ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মবার্ষিকীতে জীবনী নিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সান। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে ক্যাপ্টেন শেখ কামালের জীবনী নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশন ভূমি রাহাত বিন কুতুব,থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম ইশতিয়াক মামুন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পেয়ারা বেগম, জেলা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সুকোমল রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, রাখাল ঘোপ, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান,উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক শংকর পাল চৌধুরী, প্রেসক্লাবের সেক্রেটারি সাব্বির হাসান, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, প্রমূখ।
আলোচনায় সভায় বক্তারা গভীর শ্রদ্ধার সাথে সফল ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের বিভিন্ন অবদানের কথা স্মরণ করেন। শেষে মাধবপুর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব সংগঠনের মধ্যে গাছের চারা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান।