বানিয়াচং বক্সিং একাডেমির কার্যক্রম পরিদর্শন করলেন মোতালেব হোসেন

বানিয়াচং প্রতিনিধি :
হবিগঞ্জের বানিয়াচং বক্সিং একাডেমির কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ এমেচার বক্সিং ফেডারেশনের যুগ্ম-সাধারণ মোতালেব হোসেন।
বানিয়াচং বক্সিং একাডেমির কার্যক্রম পরিদর্শন করে মোতালেব হোসেন বলেন, যেখানে সিলেট বিভাগীয় পর্যায়ে বক্সিং একাডেমি বা বক্সিং ক্লাব নেই সেখানে বানিয়াচং উপজেলায় বক্সিং একাডেমির কার্যক্রম দেখে আমি সন্তুষ্ট। আমাদের জানামতে বাংলাদেশের কোন উপজেলায় বক্সিং একাডেমির কার্যক্রম নেই। আমরা বাংলাদেশ এমেচার বক্সিং ফেডারেশন বানিয়াচং বক্সিং একাডেমির দায়িত্ব নিতে চাই। আপনাদের সকলের সফলতা ও সাফল্যকে ধরে রাখা ও এই সফল কার্যক্রম চলমান রাখার জন্য আপনাদের পাশে আছি এবং থাকবো।
শুক্রবার (৪ আগস্ট) বিকাল ৪টায় বানিয়াচং বক্সিং একাডেমির অস্থায়ী প্র্যাকট্রিস স্পট মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সময় উপস্থিত ছিলেন সিলেট বক্সিং কোচ আব্দুর রহমান সানি,প্রবাসী আমেরিকান বক্সার লাজিম মজিদ, বানিয়াচং বক্সিং একাডেমির কোচ উস্তাদ জুয়েল রহমান, এথলেটিক্স কোচ উস্তাদ সাহেদ মিয়া, ফুটবল রেফারি শেখ জিতু মিয়া, সাবেক ফুটবলার আবু সুফিয়ান ঠাকুর, ফুটবলার আহমেদ উজ্জ্বল ও খেলোয়াড়দের আভিবাভকবৃন্দ।