গোলাপগঞ্জে বাঘা মাদ্রাসার আল বশির ছাত্র সংসদের কমিটি গঠন

গোলাপগঞ্জ প্রতিনিধি :
পূর্ব সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গোলাপগঞ্জের বাঘা গোলাপনগর আরাবিয়া ইসলামি দারুল হাদিস মাদ্রাসা আল বশির ছাত্র সংসদের কমিটি গঠন করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৩ আগস্ট) বাদ জোহর মাদ্রাসার হলরুমে মাদ্রাসার মুহতামিম হাফিজ জামিল আহমদ ও শিক্ষা সচিব হাফিজ মাও কয়েছ আহমদ অনুমোদিত ৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে মাদ্রাসার শিক্ষা সচিব ও শায়খুল হাদিস হাফিজ মাও কয়েছ আহমদকে সভাপতি ও মাদ্রাসার ছাত্র রায়হান বিন জলিলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটিতে অন্যান্য যারা দায়িত্ব পেলেন- সহসভাপতি মাদ্রাসার সহকারী শিক্ষা সচিব মাও মোশাররফ হোসাইন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ মুহি উদ্দিন, তাছলীম আহমদ, পাঠাগার সম্পাদক আরিফ বিল্লাহ, অর্থ সম্পাদক হাফিজ আব্দুস শাকুর।
এছাড়া কমিটিতে মাদ্রাসার মুহতামিম হাফিজ জামিল আহমদকে প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত করা হয়।