শায়েস্তাগঞ্জে দেউন্দি রোড শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত
হবিগঞ্জ জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন শায়েস্তাগঞ্জ দেউন্দি রোড আঞ্চলিক শাখার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেউন্দি রোডস্থ শাখার কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুস সালাম ছাতা প্রতীক নিয়ে ১৮৪ ভোট, যুগ্ম-সম্পাদক পদে মোঃ মাসুক মিয়া মোরগ প্রতীক নিয়ে ১৪২ ভোট, লাইন সম্পাদক পদে মোঃ বিলাল মিয়া কাপপ্লেইট প্রতীক নিয়ে ১৪৫ ও সহ-লাইন সম্পাদক পদে আব্দুল হান্নান বাস প্রতীক নিয়ে ১৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ ৪পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৮জন প্রার্থী। নির্বাচনে ৩২৫জন ভোটারের মধ্যে ২৮৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
এছাড়া প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সভাপতি পদে পৌর কাউন্সিলর আব্দুল জলিল, সহ-সভাপতি পদে মোঃ মনু মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ পদে মোঃ জলফু মিয়া, প্রচার সম্পাদক পদে মোঃ আব্দুস ছালাম, দপ্তর সম্পাদক পদে মোঃ সাগর মিয়া, ক্রীড়া সম্পাদক পদে মোঃ আব্দুল মন্নান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনকে কেন্দ্রে করে দিনভর শ্রমিকদের মাঝে প্রাণচাঞ্চল্য ছিল।
ফলাফল ঘোষণার পূর্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, হবিগঞ্জ জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ জুয়েল ও শায়েস্তাগঞ্জ শাখার সভাপতি আব্দুল জলিল কাউন্সিলর