বিশ্বনাথ মডেল প্রেসক্লাব নেতৃবৃন্দকে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন
দৈনিকসিলেটডটকম
সিলেটের বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ২০২৩-২৫ অর্থবছরের নতুন কমিটির সভাপতি আশিক আলী, সাধারণ সম্পাদক নবীন সোহেল সহ নবনির্বাচিত সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
রোববার (৬ আগষ্ট) প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, সাহিত্য-সাংবাদিকতা সহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বনাথ একটি ঐতিহ্যবাহী জনপদ। বিশ্বনাথের লেখক সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে দেশ-বিদেশে সুনাম কুড়িছেন। তারই ধারাবাহিকতায় বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের নতুন নেতৃত্ব আরো দক্ষতা ও যোগ্যতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে এই অঞ্চলের সামগ্রিক উন্নয়নে অবদান রাখবেন বলে আমরা আশাবাদী।