ফাহমিদা হত্যা প্রতিবাদ: বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

বিয়ানীবাজার প্রতিনিধি
বিয়ানীবাজার সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষে পড়ুয়া শিক্ষার্থী গৃহবধু ফাহমিদা আক্তারকে হত্যা করে পরিকল্পিতভাবে আত্মহত্যার নাটক সাজিয়েছে শশুরবাড়ির লোকজন, এমন দাবি জানিয়ে রোববার কলেজ কম্প্যাসে মনববন্ধন করেছে কলেজের শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, মেধাবী শিক্ষার্থী ফাহমিদা আক্তারকে র্দীঘদিন ধরে নির্যাতনের পর হত্যা করেছে শশুর বাড়ির লোকজন। এ ঘটনায় জড়িত ফাহমিদার স্বামী সহ শশুর বাড়ির লোকজনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। মানববন্ধন চলাকালে কলেজ কম্প্যাসে উপস্থিত হন বিয়ানীবাজার থানার ওসি মো. তাজুল ইসলাম সহ পুলিশ সদস্যরা।
এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার বিবরণ তুলে ধরে বলেন, ময়না তদন্ত প্রতিবেদনে যদি হত্যাকান্ডের কোন আলামত পাওয়া যায় তাহলে দোষীদের বিরুদ্ধে আইনের দারা ব্যবস্থা নেওয়া হবে। গেল ১২ জুলাই বুধবার সকালে উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজারের কইরবন্দ এলাকায় স্বামী আবিদুর রহমানের শয়ন কক্ষ থেকে কলেজ পড়ুয়া গৃহবধু ফাহমিদার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ফাহমিদার বাবার বাড়ির লোকজনের দাবি এটি পরিকল্পিত হত্যাকান্ড। আত্মহত্যার প্ররোচনার দায়ে নিহতের স্বামী আবিদুর রহমানকে ঘটনার দিন গ্রেপ্তার করে পুলিশ।