চুনারুঘাটে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি
আব্দুল জাহির মিয়া চুনারুঘাট প্রতিনিধি
চুনারুঘাটে প্রবাসীর বাসায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরি হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরে কাতার প্রবাসীর বাসায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। রোববার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় চুনারুঘাট পৌর শহরের হাতুন্ডা থানার পশ্চিমে কাতার প্রবাসী আব্দুল আহাদের বাসায় এই চুরির ঘটনা ঘটে।
প্রবাসীর স্ত্রী নাদিয়া আহাদ জানান, সকালে আমি শহরে বাজার করতে গেলে ফাঁকা বাসায় চোরের দল হানা দিয়ে বাসার ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ওয়ারড্রবের তালা ভেঙে সেখানে রক্ষিত আড়াই ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, এলইডি টিভি, কাপড়চোপড়সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলে রাব্বি ঘটনাস্থল পরিদর্শন করেছে। গত কিছু দিনের ব্যবধানে চেতনা নাশক কেমিক্যাল স্পে ব্যবহার করে ৪ টি বাসা লুট হওয়ার অভিযোগ রয়েছে। জানা যায়,চেতনা নাশক কেমিক্যাল স্পেয়্যার প্রভাবে নারী-পুরুষ,শিশু-কিশোর সবাই অসুস্থ হয়ে হাসপাতালে কাতরাচ্ছে। কেউ কেউ সুস্থ হলেও দীর্ঘ দিন থাকছে চেতনানাশকের প্রভাব। থানা পুলিশ এখন পর্যন্ত কোন মালামাল উদ্ধার করতে পারেনি।ফলে জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।রাতে কিংবা দিনে নিখুঁতভাবে লুট করছে চোর বা ডাকাত সদস্যরা।
২৬ জুলাই (মঙ্গলবার) রাতে পৌরসভার উত্তর বাজারে দি স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারের মালিকের বাসায় চুরি হয়েছে।এসময় বাসার মালিক সাস্থ্য সহকারী সমিতির সাধারণ সম্পাদক জাকারিয়া (৫২) ও তার স্ত্রী নয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আলেয়া(৪৫) কে চেতনা নাশক স্প্রে ছিটিয়ে অজ্ঞান করে টাকা পয়সা ও মূল্যমান জিনিসপত্র লুট করে নেয়। তাদেরকে গুরুতর অসুস্থ অবস্থায় বুধবার সকালে উদ্ধার করে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে পরে মুমূর্ষু অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ১৮ জুলাই চুনারুঘাট পৌর শহরের উত্তর বড়াইলে রৌশন মঞ্জিলের মালিক আব্দুল হাইর বাসা ও এইচএস শান্তি নিকেতনের মালিক হাবিবুর রহমান মুসলিমের বাসায় চেতনানাশক স্প্রে করে বাসার জানালার সিদ কেটে বাসার ভেতরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় বলেও ভুক্তভোগীরা জানিয়েছন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়া তথ্য মতে,গত ১৮ জুলাই থেকে এ পর্যন্ত ৪ বাসা বাড়িতে চেতনানাশক স্প্রেতে আহত হয়ে নারী-পুরুষ-বৃদ্ধা-শিশুসহ ১২ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এ বিষয়ে ভুক্তভোগীরা বলেন,অজ্ঞান করে চুরির ঘটনায় আজ পর্যন্ত পুলিশ কোনো মালামাল উদ্ধার করতে পারেনি।