আখালিয়া পরিস্থিতি শান্ত, অনেকেই বলছেন বিষয়টি ‘গুজব’

দৈনিকসিলেটডটকম
আখালিয়ায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং অধ্যক্ষের বিরুদ্ধে পবিত্র কোরআন পুড়ানোর অভিযোগ নিয়ে সৃষ্ট অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। ফাঁকা গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপের মাধ্যমে রাত ২টার দিকে তারা উত্তেজিত জনতাকে সরিয়ে দিতে সক্ষম হয়।
আখালিয়ার ধানুপাড়াস্থ আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ও চেয়ারম্যানের বিরুদ্ধে পবিত্র কুরআন শরিফ পুড়ানোর অভিযোগ তুলে রবিবার (৬ আগস্ট) রাত ১১টা থেকে স্থানীয় জনতার মাঝে ব্যাপকভাবে উত্তেজনা শুরু হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ও চেয়ারম্যানকে প্রতিষ্ঠানটির একটি কক্ষে আটকে রেখে ক্ষুব্দ জনতার হাত থেকে রক্ষা করে। এসময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান উপস্থিত ছিলেন।
রাত সাড়ে ১২টার পর পুলিশ বাধ্য হয়ে ফাঁকা গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করতে শুরু করে। পরে ধীরে ধীরে ঘটনাস্থল ত্যাগ করতে শুরু করেন উত্তেজিত জনতা।
অনেকেই বলছেন এটা গুজব। দেশের পরিস্থিতিকে অস্থিশীল করে ফায়দা হাসিলের লক্ষ্যে কোন মহল এমন ন্যক্কারজনক গুজব রটিয়েছে। তারা প্রকৃত রহস্য উদঘাটনের দাবী জানিয়ে বলেন, ফেইসবুকে যারা লাইভ করে এদেরকে নিয়ন্ত্রন করা জরুরী। এরা বুঝে না বুঝে লাইভ করে বিভ্রান্তি ছড়ায়।
ঘটনার সত্যতা নিয়ে পুুলিশের কোনো বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।