সিলেটে ডেঙ্গু প্রতিরোধে কাজ করবে শিক্ষার্থীরা

দৈনিকসিলেট ডটকম :
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘সিলেট এসএসসি মিলেনিয়াম ব্যাচ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তারা শিক্ষার্থীদের শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত করেছে। পাইলট প্রকল্প হিসেবে বেছে নেওয়া হয়েছে নগরীর ২০ নম্বর ওয়ার্ডকে।
রোববার প্রথম দিন ওই ওয়ার্ডের সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তারা শুরু করে সচেতনতামূলক কার্যক্রম। এতে স্কুলের ১৩শ শিক্ষার্থী অংশ নেয়। সেখানে তারা তিন দিনের মধ্যে নিজেদের বাসাবাড়ি ও আঙিনা পরিচ্ছন্ন করার অঙ্গীকার করে। পরে নিজেদের বাসার দরজায় লাগাবে ‘আবর্জনামুক্ত আমার আঙিনা, নির্মূল করেছি ডেঙ্গুর আস্তানা’ লেখা স্টিকার।
সিটি করপোরেশন ও জেলা প্রেস ক্লাবের সহযোগিতায় সংগঠনটি শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে কাজে লাগাতে পেরে আনন্দিত। প্রকল্প সফল হলে সিটি করপোরেশনকে এ পদ্ধতি অনুসরণের প্রস্তাব দেবে সংগঠনটি।
সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, শিশুরা যখন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করবে, তখন বড়রাও এগিয়ে আসবে। অবশ্যই এর ইতিবাচক ফল আসবে।
সিলেট এসএসসি মিলেনিয়াম ব্যাচের সমন্বয়ক আমজাদ হোসেইন চৌধুরী জানান, পাইলট প্রকল্প হিসেবে ২০ নম্বর ওয়ার্ডে আগামী তিন মাস কাজ করা হবে। সপ্তাহের পাঁচ দিন ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কার্যক্রম এবং দু’দিন মশক নিধনের ওষুধ ছিটানো হবে।
শনিবার পর্যন্ত চলতি মাসে সিলেটে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৭ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৫১ জন।