চুনারুঘাটে একই রাতে দুই প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

আব্দুল জাহির মিয়া চুনারুঘাট থেকে :
হবিগঞ্জে চুনারুঘাটে আবারো একই রাতে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। এতে গৃহকর্তাসহ ৫ জন আহত হয়েছে।আহতরা স্থানীয় চুনারুঘাট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।ডাকাতরা ২৫ ভরি স্বর্ণালংকার, ৬লক্ষ টাকা, মোটরসাইকেল, মোবাইলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে।
সার্কেল এএসপি নির্মলেন্দু চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত কোন ডাকাত আটক হয়নি বা কোন মালামাল উদ্ধার হয়নি।
(৬ আগষ্ট) রবিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার দেওরগাছ ইউনিয়নের কাচুয়া এলাকার ধনছি গ্রামের প্রবাসী দৌলত খা ও সোহেল খার বাড়িতে এবং আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরী গ্রামের প্রবাসী আকবর আলী ও হোসেন আলীর বাড়িতে পৃথক দুইটি ডাকাত দল হানা দেয়।এবং তাদের মারধোর করে স্বর্ণ, টাকা, মোটরসাইকেল, মোবাইল সহ দামী জিনিসপত্র নিয়ে যায়।
১ম ঘটনা-ধনছি গ্রামের প্রবাসী দৌলত খা ও সোহেল খা এর ভাই ডাকাতদের চুরির আঘাতে আহত মিজান খা জানান-রাত তিনটার দিকে ১০/১২ জনের একদল ডাকাত দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে।ঘরের নারী ও শিশুদের জিম্মি করে আলমিরা ও ওয়াড্রপ খুলে ইচ্ছে মত স্বর্ণালংকার, ,মোবাইল, দামী কাপড় ও ৬ লক্ষ টাকা নিয়ে যায়।তিনি এগিয়ে আসলে ডাকাতরা তাকে চুরি দিয়ে পায়ে আঘাত করে।যাওয়ার সময় তার মোটরসাইকেল টি নিয়ে যায়।ভোরে এলাকাবাসী এসে তাদের হাসপাতালে নিয়ে যান।
২য় ঘটনা-কালিশিরী গ্রামের প্রবাসী আকবর হোসেন এর বাড়িতে তার ভাই গুরুতর আহত হোসেন আলী জনান-রাত তিনটায় ১০/১২ জনের একদল ডাকাত ঘরে প্রবেশ করেই হামলা শুরু করে।এসময় তিনি এগিয়ে গেলে ডাকাতরা রামদা দিয়ে তার মাথায় কুপ দেয় এতে তিনি মাটিতে পড়ে যান।তার মাথায় ১১ টি সেলাই দেয়া হয়েছে।তার বাড়ির কেয়ারটেকার বৃদ্ধ গোলাপ খা (৮০) কে আঘাত করে।দুজনই হাসপাতালে ভর্তি আছেন।ডাকাতরা ঘরের মহিলা ও শিশুদের জিম্মি করে স্বর্ণালংকার, টাকা, মোবাইল,পার্সপোর্ট ও জরুরী কাগজপত্র নিয়ে যায়।
উল্লেখ করা প্রয়োজন গত ২ সপ্তাহের ব্যবধানে চুনারুঘাটে আরো ১০ টি দুর্ধর্ষ চুরি-ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ কোন ব্যবস্থা নেয় নি বা মামলাও নেয় নি।তারা দেখতেছি, দেখছি,সর্বোচ্চ চেষ্ঠা করছি মর্মে বক্তব্য দিয়ে যাচ্ছেন।অন্যদিকে জেলা পুলিশ তাদের কে প্রতিমাসে শ্রেষ্ঠত্বের পুরুস্কার দিচ্ছেন। এ সকল ঘটনায় চুনারুঘাটের সাধারন মানুষ আতংকি,শংকিত ও উৎকন্ঠায় রাত যাপন করছেন।অন্যদিকে প্রবাসীরা বাড়িঘর ও পরিবার নিয়ে চিন্তিত রয়েছেন।তারা স্ত্রী, সন্তান ও পরিবারের টেনশনে প্রবাসে ঠিকমত কাজ কর্ম করতে পারছেন না।এমতাবস্থায় চুনারুঘাট থানা পুলিশ কে আরো চৌকস ও দায়ীত্বশীল ভুমিকা রাখার অনুরোধ করেন প্রবাসীরা।